১৫০০০ টাকার ভেতরে ১০টি সেরা স্মার্টফোন ২০২৪


আপনি একটি ফোন কিনতে চাচ্ছেন কিন্তু আপনার বাজে খুব একটা বেশি নেই, আপনার বাজেট হল মাত্র ১৫ হাজার টাকা তাহলে চিন্তার কোন কারণ নেই আজকে আমি আপনাকে জানাবো ১৫০০০ টাকায় সেরা স্মার্টফোনগুলোর নাম সম্পর্কে, দেরি না করে আর্টিকেলটি মনোযোগ সহকারে করতে থাকুন।
১৫০০০ টাকার ভেতরে ১০টি সেরা স্মার্টফোন ২০২৪
আপনি যদি আমাদের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েন তাহলে অবশ্যই আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার কম বাজেটের ভেতরে ভালো ফল কোনগুলো এবং আপনি সেখান থেকে যেকোনো একটি ফোন চাইলে ক্রয় করতে পারবেন। এখন আর কথা না বাড়িয়ে চলুন রোড গুলো নাম নিয়ে আলোচনা করা যাক।

পোস্ট সূচিপত্রঃ এই পোস্টের যে অংশ থেকে পড়তে চান, সেই অংশে ক্লিক করুন

১৫০০০ টাকার ভেতরে ১০টি সেরা স্মার্টফোন ২০২৪

২০২৪ সালে এসে আপনারা কম বাজেটের ভেতরে ভালো ফোন পাবেন কিনা এই বিষয়ে চিন্তিত হয়ে পড়ছেন আরে আপনারা এখন আর আগের যুগে বাস করছেন না এখন অনেক আধুনিক যুগ হয়ে গেছে এখন আপনি কম দামের ভেতরে সেরা স্মার্টফোন কিনতে পারবেন এবং সেটির জন্যই আমাদের এই পুরো আয়োজন।

আপনাদের ভেতরে অনেকেরই দেখা যায় যাদের বাজেট খুবই কম এবং অনেক চিন্তিত থাকে যে আমি একটা এই বাজেটের ভেতরে ভালো ফল পাবো কি পাবো না এই বিষয় নিয়ে অনেক চিন্তায় থাকে। আপনাদের সকলের চিন্তা দূর করতে আজকে আমি এমন কয়েকটি ফোনের নাম বলবো যে ফোনগুলো কম দামে বেস্ট ফোন।

এখন আপনার মনে আগ্রহ বেড়ে যাচ্ছে যে কম দামের ভিতরে আমি কি কি ভালো হতে পারি। সমস্যা নেই আপনাকে আর ধৈর্য ধরতে হবে না আমি নিচে ১০টি কম দামে ভালো স্মার্টফোনে নাম বলে দিলাম।

রেডমি নোট ১২ (Redmi Note 12)

রেডমি এবার নিয়ে এসেছে একটি মাথা নষ্ট স্মার্টফোন যেটি কিনলে আপনি পেয়ে যাবেন ইন্ডিয়ান ভিরিয়েন্ট এবং এর সাথে থাকছে ৬ জিবি রেম এবং ৬৪ জিবি ফোন ব্যবহার করি। এটির ক্যামেরা যদি আপনি চেক করে দেখতে চান তাহলে ক্যামেরার ফিউচারটা অসাধারণ।এই ফোনটির সাথে থাকছে ৫০০০ মিলিএম্প ব্যাটারি।

এটির পাশে সাইট বাটনে পেয়ে যাবেন একটি ফিঙ্গার বাটন যেটি অনেক অসাধারণ মনে হয়েছে আমার কাছে। এই ফোনটির আপনারা পেয়ে যাবেন তিনটি কালার। এটি একটি অফিসিয়াল ফোন এবং এটির দাম মাত্র ১৫ হাজার টাকা তাই যারা ১৫ হাজার টাকার ভিতরে ভালো ফোন কিনতে চান তারা নিঃসন্দেহে ভোটটি নিতে পারেন।

স্যামসাং গ্যালাক্সি এফ০৪ (Samsung Galaxy F04)

এই ফোনটি samsung এর কম দামে ভালো একটি ফোন এই ফোনটির দাম হচ্ছে মাত্র ১০,৯৯৯ হাজার টাকা বিশ্বাস তাহলেও এটাই সত্যি কারণ এটি কারো বিশ্বাস হওয়ার কথা না যে স্যামসাং ফোন মাত্র ১০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোরটি লম্বার দিক দিয়ে সাড়ে ছয় ইঞ্চি লম্বা এবং এর ডিসপ্লের কালার টা একদম অসাধারণ।

এই ফোনটি পেছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরা ৫ মেগাপিক্সেল এবং এই ফোনটি ফিরলে পেয়ে যাবেন ১৫ ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং এর ব্যাটারি ৫০০০ মিলিএম্প। ফোনটিতে যদিও ফিঙ্গার লক পাবেন না তবে ফ্রেশ লক পেয়ে যাবেন। samsung কোম্পানির ফোন মানে বুঝতেই পারছেন ফোনটি কেমন হবে। তাই আর দেরি না করে কম দামে এই ফোনটি কিনে ফেলুন।

টেকনো স্পার্ক গো ২০২৪ (Tecno Spark Go 2024)

এটি এমন একটি ফোন যেটি সকলের কাছে পছন্দ হয়ে উঠে যেতে পারে কারণ এটির প্রাইস একদম সীমিত এটি পেয়ে যাবেন আপনারা মাত্র ১০,৬৯০ টাকায়। ২০২৪ সালে এসে এত কম দামে একটি ভালো স্মার্টফোন এটা কি ভাবা যায় আসলে প্রথমে আমিও বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু কি আর করার আপনারা অল্প দামেই পেয়ে যাবেন এই ফোনটি।

এই ফোনটি কিনলে এর সাথে পেয়ে যাবে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে এবং টির র‍্যাম ৪ জিবি, স্টোর পেয়ে যাবেন ৬৪ জিবি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 606 প্রসেসর। ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন ১৩ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছে ৮ মেগাপিক্সেল যেটিতে বুঝতে পারছে আপনি যদি কাছে থেকে ছবি তুলেন তাহলে সেটি কতটা সুন্দর হবে।

আরো আপনারাই ফোনটির সাথে পেয়ে যাবেন ১০ ওয়াটের ফাস্ট চার্জার এবং ৫০০০ মিলিএম্প ব্যাটারি। বুঝতে পারছেন অল্প দামে অনেক ভালো একটি ফোন আপনার যদি বাজেট কম হয়ে থাকে এবং বাজেট কবের ভেতরে ফোন খুজে থাকেন তাহলে এই ফোনটিকে নিঃসন্দেহে নিতে পারবেন।

স্যামসাং গ্যালাক্সি এম০২এস (Samsung Galaxy M02s)

Samsung কোম্পানি এত কম দামে ফোন দিচ্ছে ভাবলে মনের ভেতরে কেমন কেমন করে তাই না আসলে আপনার না শুধু সকলের মনে এরকম প্রশ্ন আসে যে কম দামে ফোন দিচ্ছে বলে কি তারা ফোনের ভেতরে ভালো কোনো প্রসেসর অথবা ভালো কিছু দিচ্ছে না, তাহলে আমি বলব এটি আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা চলুন আলোচনা করি তারা কি দিচ্ছে।

আপনার ভালো লাগতে পারে এরকম কিছু পোস্ট :

Samsung এর এই ফোনটি পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ১২,৯৯৯ টাকায় এবং অল্প দাম হিসেবে এর ভিতর তারা অনেক কিছু দিয়ে রেখেছে যেমন ফোনটি কিনলে আপনি পেয়ে যাবেন ৫০০০ মিলিএম্প ব্যাটারি এবং এই ফোনটির তারা দুইটা কালার পাবেন। ফোনটির রেম ৪জিবি এবং স্টোর হচ্ছে ৬৪ জিবি তাহলে বুঝতে পারছেন কম দামের ভেতরে স্যামসাং অনেক ভালো একটি ফোন আপনাদেরকে দিচ্ছে।

তাই যারা স্যামসাং খুব ভালোবাসে এবং আপনাদের বাজেট কম হয়ে থাকে তাহলে এই ফোনটি আপনি চাইলে সর্বপ্রথম দেখতে পারেন। ফোনটির ভেতরে অল্প প্রাইজের ভেতরে অনেক কিছু পেয়ে যাচ্ছেন। একটি ভাল ফোন নিব মনে করলে এই ফোনটিকে আপনার তালিকায় রাখতে পারেন।

সেম্ফনি জেড৬০ (Symphony Z60)

এই ফোনটির প্রাইস মাত্র ১০,৪৯৯ টাকা। আপনি চাইলে এই ফোনটির মাধ্যমে বিভিন্ন ব্লক ভিডিও করতে পারেন কারণ এই ফোনটি কিনলে আপনি পেয়ে যাবেন ব্যাক ক্যামেরা ৫২ মেগাপিক্সেল এবং সেল থেকে ক্যামেরা ৮ মেগাপিক্সেল। এই ফোনটির সাথে থাকতে ব্যাটারি ৫০০০ মিলিএম্প এবং ১৪ ওয়াটের একটি ফাস্ট চার্জার যার মাধ্যমে আপনি দ্রুত চার্জ করতে পারবেন।

ফোনটির ডিসপ্লে সাইজ ৬.৬, বুঝতে পারছেন কম দামের ভেতরে অনেক ভালো একটি ফোন symphony কোম্পানি দিয়ে দিচ্ছে আমাদেরকে তাই আপনারা এই সুযোগকে হাতছাড়া না করে, যারা কম দামি স্মার্ট কিনতে চান তারা এই ফোনটি কিনতে পারেন কারণ এই ফোনটি দিয়ে আপনি চাইলে বিভিন্ন ধরনের ভিডিও ব্লগিং করতে পারবেন।

সিম্ফনি ইনোভা ১০ (Symphony Innova 10)

কম বাজেটে অনেক ভালো একটি ফোন এটি। এটি আপনি কিনলে এর সাথে পেয়ে যাবেন ৫০৫০ মিলিএম্পের ব্যাটারি এবং এর স্কিনের সাইজ হলো ৬.৬ ইঞ্চি। যারা গেম খেলেন তাদের জন্য একটি দুর্দান্ত ফোন এটি কারণ এটিতে গেমিং প্রসেসর অনেক দিয়ে দিয়েছে। এ মোবাইলটির রেম ৪ জিবি এবং স্টোর পেয়ে যাবেন ১২৮ জিবি।

ছবিটির সাথে আরো পাচ্ছেন ব্যাক ক্যামেরা ৫২ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল। যেহেতু এটিতে আপনি গেম খেলে অনেক আরাম পাবেন কারণ এটিকে জি ৩৫ প্রশাসন ব্যবহার করা হয়েছে এবং এটির ক্যামেরাও দুর্দান্ত ক্যামেরা তাই আপনি যদি কম বাজেটের ভেতরে ভাল একটি ফোন দিতে চান তাহলে এই ফোনটি দেখতে পারেন।

রিয়েলমি সি৫১ (Realme C51)

রিয়েলমির আরো আরেকটি ফোন রয়েছে যেটি বর্তমান সময়ের কম বাজেটের ভেতরে অনেক ভালো একটি ফোন টির সাথে থাকছে ৫০০০ মিলিএম্প ব্যাটারি। এর ডিসপ্লের সাইজ পেয়ে যাবেন ৬.৭৪ ইঞ্চি। ফোনটির সাথে পাচ্ছেন ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটির ব্যাক ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল।

৪ জিবি রেম এবং ৬৪ জিবি ফোন মেমোরি, এগুলো শুনে হয়তো আপনার মনে এখন চিন্তা আসছে এই ফোনটির দাম কত হতে পারে, আসলে এই ফোনটির দাম খুব একটা বেশি না এই ফোনটি আপনারা পেয়ে যাবেন মাত্র ১২৯৯৯ টাকায়।

ইনফিনিক্স হট ১২ (Infinix Hot 12)

ইনফিনিক্স নতুন একটি ফোন বের করেছে যেটির মার্কেট প্রাইজ হচ্ছে ১৪,৯৯৫ টাকা কম দামের ভেতরে অনেক ভালো একটি ফোন বের করেছে এবার ইনফিনিক্স। এই ফোনটি কিনলে এর সাথে পেয়ে যাবেন ৫০০০ এম্পিয়ার ব্যাটার এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জার আরো পেয়ে যাবেন এটাতে গেমিং প্রসেসর কথাই বলতে পারেন এটাতে যে কোন গেম খেলে মজা পাবেন কোন প্রকার সমস্যা দিবে না।

ফোনটির ডিসপ্লে সাইজ দিচ্ছে ৬.৮২ ইঞ্চি। বুঝতে পারছেন কম দামের ভেতরে ইনফিনিক্স এবার একটি দুর্দান্ত ফোন আপনাদের মাঝে উপহার হিসেবে নিয়ে এসেছে। আপনারা যদি এই সুযোগটাকে মিস করতে না চান তাহলে এই ফোনটি কিনতে পারেন।

শাওমি পোকো সি৬৫ (Xiaomi Poco C65)

ফোনটির মূল্য অনেক কম এই ফোনটি আপনারা বাজারে পেয়ে যাচ্ছেন মাত্র ১১,৯৯৯টাকায়। কম দামে শাওমি এবার ভালো একটি ফোন নিয়ে এসেছে বলে আমি মনে করি কারণ ফোনটি অল্প দামে হলেও এর সাথে আপনি পাবেন ৫০০০ এম্পিয়ার ব্যাটারী।

এটির রেম ৪/৬ জিবি, স্টোর ১২৮/২৫৬ এর মধ্যে আপনি যে মডেলটি নিতে চান সেটি নিতে পারবেন তবে যদি আপনি র‍্যাম ও ইস্টোর বেশি নেন তাহলে বাজেট একটু বেশি পড়বে।

ভিভো ওয়াই ২০ (Vivo y20)

ভিভোর এই ফোনটি ২০২০ সালে আমাদের সকলের মাঝে এসেছিল এবং এই ফোনটি অনেক ভালো পারফরম্যান্স দেখিয়েছে এবং এখন পর্যন্ত ফোনটি সকলের কাছে প্রিয় হয়ে উঠেছে এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ১৩৯৯০ টাকায়। ফোনটির ভেতরে থাকছে ৫০০০ এম্পিয়ার ব্যাটারী এবং এর ডিসপ্লে সাইজ ৬.৫০।

ভিভো ওয়াই ২০ এ ফোনটির রেম হচ্ছে ৪ জিবি এবং স্টোর ৬৪ জিবি। বুঝতে পারছেন কম প্রাইজের ভেতরে ভিভোর একটি অসাধারণ ফল এটি তাই আপনি যদি কম দামের ভেতরে ফোন দিতে চান তাহলে এই ফোনটাকে দেখতে পারেন।

শেষ কথাঃ ১৫০০০ টাকার ভেতরে ১০টি সেরা স্মার্টফোন ২০২৪

আপনি নিশ্চয়ই আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং আমি দশটি স্মার্টফোনের নাম বলেছি সেই নাম গুলো সম্পর্কে জানতে পেরেছেন। আমাদের এই লেখাগুলো থেকে যদি আপনি উপকারিত হয়ে থাকে তাহলে অবশ্যই লেখাগুলি আপনার বন্ধুর কাছে শেয়ার করে তা কেউ জানানোর সুযোগ করে দিবেন। এরকম নতুন নতুন তথ্য পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, এতক্ষণ সময় ধরে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url