বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গেম কোনটি
প্রিয় পাঠক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গেম কোনটি এ বিষয়ে হয়তো আপনি অনেক
জায়গায় খোঁজাখুঁজি করেছেন কিন্তু কোথাও কোন বিস্তারিত তথ্য জানতে পারছেন না
তাহলে আজকের এই আর্টিকেলটা আপনার জন্য। আজকের আর্টিকেলটির ভেতরে আপনি যেই তথ্য
জানতে চান সেই তথ্য টি পেয়ে যাবেন।
আমরা শুধুমাত্র একটি বিষয় নিয়ে আলোচনা আরও একটি বিষয় নিয়ে আলোচনা করেছি যেমন
বাংলাদেশের নতুন গেমের নাম কি এই বিষয়ে যদি আপনি সকল বিস্তারিত জানতে চান তাহলে
অবশ্যই আমাদের এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে করতে হবে। তাহলে আর দেরি না
করে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
পোস্ট সূচিপত্র : এই পোস্টের যে অংশ থেকে পড়তে চান, সেই অংশে ক্লিক করুন
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গেম কোনটি
গেম এমন একটি জিনিস যেটি খেলে আমরা আমাদের ফ্রি সময়টাকে কাটিয়ে দিতে পারি।
এখন ছোট বড় সকলেই প্রত্যেকটি দেশের মানুষ বিভিন্ন ধরনের গেমে আসক্ত হচ্ছে এবং
তাদের অবসর সময় তারা গেমের মাঝে কাটাচ্ছে। পৃথিবীতে গেলে আবিষ্কার হয়ে অনেকের
উপকারিত হয়েছে কারণ তারা গেমের মাধ্যমে বিনোদন উপভোগ করতে পারছে।
আরো পড়ুন : কমপক্ষে কত ঘন্টা ঘুমানো উচিত
শুধু তাই না এই গেম গেম খেলে অনেক মানুষ টাকা অর্জন করতে পারছে। আপনারা লক্ষ্য
করলে দেখবেন বিভিন্ন ধরনের ইউটিউবাররা এখন গেম নিয়ে ইউটিউবিং করছে এবং অনেক
ইউটিউবার গেমিং নিয়ে ইউটিউবিং করে জীবনে সফল হয়ে উঠেছে তাদের মধ্যে অনেকেই
গেম নিয়ে ইউটিউবিং করে তার ফ্যামিলি চালায়।
বর্তমান সময়ে অনেকগুলো গেম হয়ে গেছে যেগুলো মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে
তো আজকে আমি আপনাকে জানাবো পুরো বিশ্বে যতগুলো জনপ্রিয় গেম আছে তার ভেতরে
কয়েকটি অধিক পরিমাণে জনপ্রিয় গেমের নাম এবং সেই গেমগুলো কি পরিমান মানুষ
খেলছে সেই বিষয়ে সকল তথ্য আপনাকে জানাবো।
আপনি যদি গেম সম্পর্কে জানতে আসেন তাহলে আমি বলব আপনি একদম সঠিক জায়গায়
এসেছেন কারণ আমাদের আজকের এই আর্টিকেল গেমিং নিয়েই লিখা। তাহলে চলুন আর দেরি
না করে আপনাকে বলে ফেলি কোন গেম গুলো বিশ্বের সবচাইতে জনপ্রিয় গেম। নিচে
বিশ্বের ১০ টি জনপ্রিয় গেম এর নাম উল্লেখ করা হলো।
পাবজি (PUBG)
পাবজি নাম কি গেমটি সর্বপ্রথম মোবাইলের খেলা যেত না এটি খেলার জন্য একটি ভালো
পিসির দরকার হতো যার ফলে গেনটি অতিরিক্ত পরিমাণে মানুষের কাছে ছড়িয়ে যেতে
পেরেছিল না তবে পরবর্তীতে এটি 2018 সালের ১৯শে মার্চ পাবজি গেমটি মোবাইল দিয়ে
খেলার মতন করে তৈরি করে তারপরে অ্যান্ড্রয়েডের সাপোর্ট করত গেমটা।
এটি এককালের অনেক জনপ্রিয় একটি গেম এই গেমটিতে সম্পূর্ণ ধরনের বিনোদন পাওয়া
যায় এবং এই গেমের ভেতরে আপনি ঢুকলেই দেখতে পাবেন বর্তমান সময়ে মানুষের আছে
সকল যুদ্ধ করে থাকে সেই যুদ্ধ করতে হবে আপনার বিপরীত দলের প্লেয়ারের সাথে এরকম
একটি গেম এই গেমটি অনেক মজার একটি গেম।
এই ভিডিও গেমটি তৈরি করা হয় দক্ষিণ কোরিয়াতে সেখান থেকেই একটি ভিডিও গেম
কোম্পানি পাবজি গেমটি তৈরি করেছিল। পাবজি গেম এখন পুরো দেশ জুড়ে অনেক জনপ্রিয়
একটি গেম হয়ে উঠেছে ছোট থেকে বড় এখন সকলেই এই গেমটি খেলতে ভালোবাসে এবং
অনেকের নেশায় পরিণত হয়ে গিয়েছে এই গেমটি।
কল অফ ডিউটি (CALL OF DUTY)
এটি একটি অনলাইন গেম এবং এই গেমটিকে ব্যাটেল রয়েল গেম বলা হয়। এই গেমটি
আধুনিক কালের একটি জনপ্রিয় গেম। এই গেমটি আপনি চাইলে বিভিন্ন ধরনের সার্ভারের
লগইন করে খেলতে পারেন এই গেমটি হুবহু মানুষের কপি একটি মানুষ যে সকল কাজ করে
থাকে এ গেমের ভিতরে সকল ধরনের কাজ করা হয়।
আপনার ভালো লাগতে পারে এরকম কিছু পোস্ট :
বিশ্বে যদি কোন সেরা অনলাইন গেম থেকে থাকে তাহলে অবশ্যই সেই জায়গাতে কল অফ
ডিউটিতে রাখতেই হবে কারণ এই গেমটি আপনি যেকোনো দেশের প্রান্ত থেকে খেলতে পারবেন
আপনার ফোনে শুধু ইন্টারনেট কানেকশন থাকা লাগবে এবং এই গেমটি অনেক মজাদার একটি
গেম আপনি চাইলে আপনার ফ্রি সময় এই গেমটি খেলে সময় কাটাতে পারেন।
এই গেমটি খেলে মনে হবে আপনি নিজেই মনে হয় সেই সকল কাজ করছেন কারণ এই গেমটি
হুবহু মানুষের চলাফেরা আচার-আচরণ এবং সবকিছুর সাথে তুলে ধরা হয়েছে এবং সবকিছু
মিলিয়ে এই কলার ডিউটি গেম।
ফ্রী ফায়ার (FREE FIRE)
এই গেমটির কথা না বললেই নয় এটি এমন একটি গেম যেটি ছোট থেকে বড় সকলেই খেলতে
অনেক ভালোবাসে এবং এই গেমটি বর্তমান সময়ে সবচাইতে বেশি জনপ্রিয় একটি গেম। এই
গেমটিতে চাইলে আপনি বিভিন্ন ধরনের আপনি বাস্তব জীবনে যে সকল পোশাকগুলো পড়ে
থাকেন সেই পোশাকগুলো আপনি গেমের ভেতরে চাইলে কিনতে পারবেন।
আবার ধরেন আপনি যে কোন একটি বন্দুকের কালার কিনতে পারবেন এই গেমটির কথা না
বললেই নয় এটিতে আপনি বাস্তব লাইফে যেমন হাসাহাসি করেন অথবা নাচানাচি করেন ঠিক
কেমন ভাবে এই গেমটির ভেতরে আপনার যে ক্যারেক্টারটি থাকবে সেই ক্যারেক্টারটিকে
আপনি আপনার ইচ্ছামতন সাজাতে পারবেন আবার ইচ্ছামত হাসাতে পারবেন।
তবে অবশ্যই এ সকল কিছু করার জন্য আপনার টাকার প্রয়োজন হবে কারণ টাকা ছাড়া
ফ্রিতে কোন কিছু ক্রয় করতে পারবেন না। তবে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি
গেম এটা অনেকের শখের গেম গুলো ফ্রি ফায়ার গেম এবং অনেকের ইমোশন বলা যায়। কোন
ব্যক্তি যদি বলে ফ্রী ফায়ার গেম ভালো না তারপরে যদি সে একদিন সে গেম খেলতে
ঢুকে যায়।
তাহলে পরে সে নিজেই এই গেমটির প্রেমে পড়ে যায় এটি এতটাই সুন্দর একটি দিন। এই
গেমে চাইলে আপনি আপনার দূরে থাকা যে কোন বন্ধুর সাথে একসাথে কথা বলে গল্প করতে
করতে গেমটি খেলতে পারেন। এই গেমটি একটি সারভার না বিভিন্ন সার্ভারের আপনি চাইলে
যে কোন সার্ভারের মানুষের সাথে গেমটি খেলতে পারবেন।
এই গেমটি তৈরি করে গারিনা কোম্পানি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গেম
আমাদের মাঝে রিপ্রেজেন্ট করার জন্য। এই গেমটি সম্পূর্ণভাবে তৈরি করে মানুষের
মাঝে নিয়ে আসা হয় ২০১৭ সালের ৪ই ডিসেম্বর এবং খুব অল্প সময়ে এই গেমটি অনেক
মানুষের মন জয় করে নিয়েছিল কারণ গেমটি অনেক মজাদার একটি গেম ছিল।
এখন পর্যন্ত এই গেমের ভালোবাসার মানুষ দিন দিন বেড়েই চলেছে কারণ এই গেমটির
ভেতরে আপনি যে সকল মজা পাবেন সেই সকল মজা আর অন্য কোন গেমের ভেতরে তেমন একটা
পাবেন না। কারণ এই গেমটি আপনি চাইলে আপনার আশেপাশে থাকা সকল মানুষদের সাথে
একসাথে বসে আপনার বন্ধুকে বিপরীত দলে রেখে খেলতে পারেন।
এই গেমটি ছিল অনেক মজাদার আশা করি এই গেমটি পরবর্তীতে আরো সকলের কাছে জনপ্রিয়
হয়ে উঠবে। তার চলনা দেরি না করে পরের জনপ্রিয় একটি গেমের টপিক নিয়ে আলোচনা
করা যাক।
লুডু কিং (LUDO KING)
আগেকার দিনে অনেক মানুষ লুডু গেম একটি কাগজের মাধ্যমে খেলতো সেইখানেই লুডু
সম্পর্কিত সকল কিছু আঁকানো থাকতো কিন্তু এখন বর্তমান সময়ে এসে অনেক মানুষ
মোবাইলে লুডু গেম খেলে এবং মোবাইলে লুডু গেমটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে কারণ
আপনাকে কষ্ট করে কোথাও কাগজের লুডু নিয়ে যেতে হবে না।
আপনি চাইলে এখন আপনার হাতে থাকা ফোন দ্বারা লুডু গেম ডাউনলোড করে যে কোন
জায়গায় ঘুরতে গিয়ে সেখানে বন্ধুবান্ধব ও ফ্যামিলিসহ সবাই মিলে এই লুডু গেমটি
খেলতে পারছেন এবং একজন আরেকজনের সঙ্গে খেলার সময় বিভিন্ন ধরনের মজা মাস্তি
ইয়ার্কি করতে পারছেন। লুডু গেম বর্তমান সময়ে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।
এই গেমটি পূর্বে অনেক মানুষ খেলতো এবং এখনো এই গেমটি অধিক মানুষের খেলে আসছে
আগে খেলত কাগজের সাহায্যে আর এখন খেলছে স্মার্টফোনের মাধ্যমে। লুডু গেম শুধু
খেলার জন্য না সেটা এখান থেকে খেলে অনেকে আবার টাকা ইনকাম করতে পারছে। সে দিক
দিয়ে দেখতে গেলে লুডু গেম অনেক মজাদার একটি কিন হয়ে উঠেছে সকল মানুষের ভেতরে।
ক্লাস অফ ক্লান (CLASH OF CLAN)
সেরা পাঁচটি মোবাইল গেম এর ভেতরে এটিও একটি অনেক জনপ্রিয় গেম আপনারা সকলেই
হয়তো এই গেমটিকে চিনে থাকবেন। ক্রাশ অফ ক্লান নামক এই গেমটির ভেতরে আপনি নিজের
মতন করে একটি গ্রাম তৈরি করতে পারবেন এবং সাথে আপনার সেনাবাহিনী নিয়ে যুদ্ধ
করতে পারবেন এটা হাস্যকর হলেও এটাই সত্যি।
আপনি আপনার সেনাবাহিনীদেরকে গেমের ভেতরে ট্রেনিং দিতে পারবেন এবং তাদেরকে নানান
প্রশিক্ষণ দিয়ে আপনি চাইলে আপনার বিপরীত দলের যে প্লেয়ারটি থাকবে তার
গ্রামটিকে দখল করে নিতে পারবেন আবার অনেক সময় দেখা যায় আপনাকে হারিয়ে দিয়ে
বিপরীত দলের প্লেয়ার আপনার গ্রাম ছিনিয়ে নিয়ে চলে যাবে।
এই মজাদার গেম সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছিল ২০১৩ সালের ৭ই অক্টোবর এই গেমটি
সম্পূর্ণ মোবাইল গেম হিসেবে ধরা যায় কারণে গেমটি অধিকাংশ মানুষ মোবাইল দ্বারা
খেলে। এই গেমটি কম্পিউটারে একদমই খেলে না বললেই চলে কারণ এই গেমটির প্রচলন
সম্পূর্ণ মোবাইলের উপর।
বাংলাদেশের নতুন গেমের নাম কি
যতদিন যাচ্ছে ধীরে ধীরে বাংলাদেশে গেমের সংখ্যা বেড়তে আছে বাংলাদেশে বর্তমানে
অনেকগুলো জনপ্রিয় গেম হয়ে গেছে এবং ধীরে ধীরে আরো জনপ্রিয় গেমের সংখ্যা
বাড়তে আছে তাহলে আজকে আপনাকে আমরা বলে দেব বাংলাদেশের জনপ্রিয় গেম গুলো সেই
সকল সম্পর্কে তাহলে চলুন আর দেরি না করে মেইন টপিকে যাওয়া যাক।
বাংলাদেশের নতুন গেমের তালিকায় থাকছে যেমন ফুটবল গেম, ক্রিকেট গেম, টেম্পল
রান, ব্যাডমিন্টন ইত্যাদি এরকম নানান গেমের নতুন নতুন ভার্সন বের হচ্ছে।
বাংলাদেশের নতুন গেমের কোন অভাব নেই বাংলাদেশ অধিক পরিমাণ হারের নতুন গেমের
সংখ্যা বাড়তেছে এবং ভবিষ্যতে আরো বেড়ে যাবে।
শেষ কথা : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গেম কোনটি
আশা করি আপনি আমাদের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে
শেষ করলেন এবং আমাদের এই আর্টিকেলটির ভেতরে বিশ্বের জনপ্রিয় গেম কোনগুলো এই
সম্পর্কে সকল বিস্তারিত তথ্য আশা করি আপনি জানতে পেরেছেন। আপনি যে বিষয়গুলি
সম্পর্কে জানলেন সেই বিষয়গুলি আপনার বন্ধুর কাছে শেয়ার করে তাকেও জানানোর
সুযোগ করে দেবেন। সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ ধরে মনোযোগ সহকারে
আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ। প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের
ওয়েবসাইটের সাথে থাকতে পারেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url